promotional_ad

এমন বাজে সময় ওয়ার্নারের ক্যারিয়ারে প্রথম!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে খারাপ সময় কাটছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও নিজেকে মেলে ধরতে পারছেন না বাঁহাতি এই ওপেনার। তবে ওয়ার্নারের বিশ্বাস, এখনও ফর্মে আছেন তিনি; শুধু রানের অভাবে ভুগছেন। ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন বাজে সময় কাটাচ্ছেন ওয়ার্নার, নিজ মুখেই বলেছেন তিনি।


ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ওয়ার্নার অ্যাশেজ সিরিজে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। পাঁচ টেস্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ১০ ইনিংস ব্যাটিং করে সর্বমোট ৯৫ রান করেছেন তিনি। যদিও অ্যাশেজ সিরিজের পর শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে থাকার বার্তা দিয়েছেন ওয়ার্নার।



promotional_ad

তাঁর ভাষায়, 'আমার ফর্ম হারায়নি, শুধু রান পাচ্ছি না। সম্প্রতি আমি সেঞ্চুরি করেছি। তাই এখন শুধু আমাকে টানা পারফরম্যান্স করে যেতে হবে। আমার আত্মবিশ্বাস সব সময়ই চূড়ায় থাকে। এটা আমার ক্যারিয়ারে প্রথমবারের মতো হচ্ছে, যেখানে আমি কিছুটা চাপে আছি এবং রান করতে পারছি না।'


বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর অ্যাশেজ দিয়ে টেস্টে ফেরেন ওয়ার্নার। প্রত্যাশা অনুযায়ী নিজের সেরাটা দিতে পারেননি তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০ ওভারের ফরম্যাটে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি।


টি-টোয়েন্টি ফরম্যাটে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন ওয়ার্নার। তবে তাঁর সম্পূর্ণ ফোকাস এখনও লাল বলের ক্রিকেটে। দীর্ঘ পরিসরের এই ফরম্যাটে রান করার জন্য মুখিয়ে আছেন তিনি।



লঙ্কান সিরিজের জন্য শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ খেলতে না পারলেও শেষ রাউন্ডে খেলতে চান ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball