promotional_ad

অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক স্মিথ!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথকে পছন্দ দলটির কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহর। আর কোনো ক্রিকেটারের মধ্যে এই গুণ দেখেন না তিনি। তাই টিম পেইনের রাজত্ব শেষে স্মিথই হোক অস্ট্রেলিয়ার অধিনায়ক, চাওয়া মার্ক ওয়াহর।


আগামী মাসে অধিনায়ক হিসেবে দ্বিতীয় গ্রীষ্মের মৌসুম শুরু করবেন পেইন। কিন্তু ৩৪ বছর বয়সে পেইনের অধিনায়কত্ব নিয়ে বিতর্কের সৃষ্টি খুব শিগগিরই হবে বলে ধারণা ক্রিকেট বোদ্ধাদের।



promotional_ad

বল টেম্পারিং কাণ্ডে দুই বছরের জন্য অধিনায়কত্ব নিষিদ্ধ হয় স্মিথের। ২০২০ সালের মার্চে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে তাঁর। যদিও এখনও স্মিথের অধিনায়কত্ব নিয়ে ভাবা হচ্ছে না। তবে পাইনের উত্তরসূরি হিসেবে আর কাউকে দেখছেন না অস্ট্রেলিয়ার হয়ে ১২৮ টেস্ট এবং ২৪৪ ওয়ানডে খেলা মার্ক ওয়াহ।


তাঁর মতে, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি স্টিভেন স্মিথের অধিনায়ক হওয়া উচিত, যখন টিম পেইনের সময় ফুরিয়ে যাবে। আমরা কাছে যৌক্তিক পছন্দ সে। স্মিথ আগেও অধিনায়কত্ব করেছে এবং দলকে সম্পৃক্ত করতে পারে এমন একজন ক্রিকেটার সে। কৌশলগতভাবে সে বুদ্ধিমান, আমরা এটা দেখেছি। আমি অন্য কাউকে এই দায়িত্বের জন্য দেখছি না।'


পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সই এগিয়ে। কিন্তু মার্ক ওয়াহর মতে, একজন ফাস্ট বোলার হিসেবে প্রতিটি টেস্ট খেলতে পারা কামিন্সের জন্য অনেকটাই অসম্ভব।



তিনি বলেন, 'প্যাট কামিন্সকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু সে আগে কখনও অধিনায়কত্ব করেনি। হ্যাঁ সে ক্রিকেটার এবং মানুষ হিসেবে ভালো, কিন্তু সে কি প্রতিটি টেস্ট খেলতে পারবে? আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন তাহলে আমার মনে হয় স্টিভেন স্মিথ পরবর্তী অধিনায়ক হওয়া উচিত।'


১৯৬৩ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো বোলারকে পূর্ণ মেয়াদী অধিনায়কের দায়িত্ব দেয়নি অস্ট্রেলিয়া। বোলার হয়ে শেষবারের মতো অধিনায়কত্ব পালন করেছিলেন অজি সাবেক লেগ স্পিনার রিচি বেনো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball