promotional_ad

ক্যাম্প শুরুর দিন আসছেন ভেটরি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২৫ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প। আসন্ন এই ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেটরি। ক্যাম্প শুরুর দিনই বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা।


সাবেক স্পিন কোচ সুনীল জোশীর সঙ্গে চুক্তি বাতিল করে ভেটরির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুলাইয়ে তাঁর সঙ্গে চুক্তি করা হয়, এরপর প্রথম বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন ভেটরি।



promotional_ad

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নাম ঘোষণা করার দিনই ভেটরির নাম ঘোষণা করেছিল বিসিবি। ডমিঙ্গো এবং ল্যাঙ্গেভেল্ট ইতোমধ্যে কাজ শুরু করে দিলেও ভেটরি আসছেন মাত্রই।


ভেটরির সঙ্গে পূর্ণকালীন চুক্তি করতে পারেনি বিসিবি। ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি এই স্পিনার। তাঁর সঙ্গে চুক্তি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, এই সময়ে ১০০ দিন কাজ করবেন তিনি।


গত সোমবার নিজেদের ন্যায্য দাবি তুলে আন্দোলনে নেমেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। যার ফলে ভারত সফরের সম্পূর্ণ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে। বুধবার বিসিবির সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেয় ক্রিকেটাররা।



ক্রিকেটারদের ১৩ দফার ১১টি মেনে নিয়েছে বিসিবি। যে কারণে নির্ধারিত দিন শুরু হচ্ছে ক্যাম্প এবং জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আগামী শনিবার (২৬ অক্টোবর)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball