সমঝোতায় খুশি নন প্রথম শ্রেণির ক্রিকেটাররা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশিরভাগ দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। পূর্ব নির্ধারিত সময়েই ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সাকিব-তামিমরা।
বিসিবির সঙ্গে বৈঠক শেষে সাকিব জানান, এখন পর্যন্ত হওয়া আলোচনায় তিনি খুশি। কিন্তু তাঁদের সঙ্গেই আন্দোলনে সুর মেলানো প্রথম শ্রেণির ক্রিকেটাররা হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন। যে সমোঝতা হয়েছে, তাতে খুশি নন তাঁরা।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় নাম প্রকাশ না করার শর্তে ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'বেতন বাড়ানো ইস্যুতে আমাদের যে প্রধান দাবি ছিল, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যা হয়েছে সব জাতীয় দলের ক্রিকেটারদের জন্য।'
প্রথম শ্রেণির আরেক ক্রিকেটার জানালেন, কী দাবি মানলো আর কি মানলো না, তার কিছুই বুঝতে পারেননি তাঁরা। তিনি বলেন, 'বেশিরভাগ আলোচনাই ছিল জাতীয় দল কেন্দ্রিক। আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। কী হবে এখন কে জানে।'
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাত ১১টা নাগাদ সমাধানে পৌছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটাররা।
এর আগে রাত সাড়ে ৯টা নাগাদ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। যেখানে ক্রিকেটারদের ৯টি দাবি মেনে নেয়া হয়। ফলে ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহার করে নেন।