promotional_ad

আলোচনায় খুশি সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সমাধানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটাররা। এর আগে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। যেখানে ক্রিকেটারদের ৯টি দাবি মেনে নেয়া হয়।


ফলে ক্রিকেটারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। তাই আগামী ২৫ অক্টোবর থেকে ক্রিকেটারদের ভারত সিরিজের ক্যাম্প শুরু হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরুর কথা থাকলেও তা শুরু হবে শনিবার।



promotional_ad

বৈঠক শেষে সাকিব আল হাসান বলেন, ‘আজকে যে আলোচনা হয়েছে তাতে আমরা খুশি। তবে দাবিগুলো বাস্তবায়ন হওয়ার পরেই বোঝা যাবে আমরা কতটুকু সন্তুষ্ট হতে পারলাম।'


এর আগে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটারদের দাবি মানার মতো। তাদের দাবি-দাওয়া পূরণ করা হবে। তাদের ভাতা, সম্মানী বাড়ানোর বিষয়ে আমরা কোনো কার্পণ্য করব না।' 


'এ ছাড়া অবকাঠামোগত যে সব সুযোগ-সুবিধার কথা ক্রিকেটাররা বলেছেন আমরা সে ব্যাপারেও পদক্ষেপ নেব। দ্রত সকল সমস্যার সমাধান হবে।’ যোগ করেন বিসিবি সভাপতি।



এর আগে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় নিয়েছিলেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। ওই আলোচনা শেষে সাড়ে নয়টার দিকে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন তাঁরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball