promotional_ad

বিসিবির লভ্যাংশের ভাগ চান ক্রিকেটাররা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
 
বুধবার (২৩ অক্টোবর) ১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি জুড়ে দিয়েছেন আন্দোলনকারী ক্রিকেটাররা। নতুন দুই দাবির মধ্যে একটি হচ্ছে লভ্যাংশের ভাগ। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো বোর্ডের রাজস্বের ভাগ চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 
 
নতুন আরেকটি দাবি হচ্ছে- নারী ক্রিকেটারদেরও বুঝিয়ে দিতে হবে লভ্যাংশের ভাগ। গুলশানের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে মোট ১৩ দফা দাবি উত্থাপন করেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান দাবিগুলো তুলে ধরেন।
 
দাবির স্বপক্ষে যুক্তি দেখিয়ে আইনজীবী বলেছেন, ‘ক্রিকেটে যে রেভিনিউ (লাভ) তৈরি হচ্ছে, এর একটা ন্যায্য ভাগ আমরা ক্রিকেটারদের পক্ষে চাই। কারণ এই রেভিনিউটা (লাভ) তৈরি হচ্ছে ক্রিকেটারদের শ্রম আর ঘামের কারণে। আজ বাংলাদেশের ক্রিকেটের যে বিকাশ, যে বিবর্তন আর বাণিজ্যিক সম্ভাবনা সেটা ছোট কোনো ব্যাপার নয়।'
 
সোমবার ১১ দফা দাবি তুলেছিলেন ক্রিকেটাররা। এরপর দিন ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে জরুরি সভা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। বুধবার আবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন ক্রিকেটাররা।
 
ইতোমধ্যে গুলশান ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্দেশে রওয়ানা দিয়েছেন আন্দোলন করা ক্রিকেটাররা। বিসিবি কর্তাদের সঙ্গে মোট ১৩টি দাবি নিয়ে বসবেন সাকিব-তামিমরা।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball