বিসিবির আয়-ব্যয়ের হিসাব চান ক্রিকেটাররা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২১ অক্টোবর ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘট ডেকেছেন ক্রিকেটাররা। এর দুই দিন পর বুধবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আরও একবার একত্রিত হয়েছিলেন সাকিব-তামিমরা। সেখানে ১১টি দাবির সঙ্গে আরও ২টি দাবি যোগ করেছেন তাঁরা।
১২তম দাবি হিসেবে বিসিবির আয়-ব্যায়ের হিসাব চেয়েছেন ক্রিকেটাররা। সেই সঙ্গে নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও কোনো বৈষম্য চান না তাঁরা, যা তাদের ১৩তম দাবি।

মোট ১৩ টি দাবি ইতোমধ্যে চিঠি আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছেন সাকিব-তামিমদের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। তিনি মূলত ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেছেন। ১২তম দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। জবাবদিহিতা চাই। রেভিনিউ যেভাবে হচ্ছে সেটার ব্যাখ্যা চাই।’
‘এটা ক্রিকেটারদেরই টাকা। বাংলাদেশ ৪-৫ বছর পর ভারতের পর বিশ্বের সেরা ধনী বোর্ড হবে। কীভাবে কর্পোরেট ইন্টারেস্ট আসছে, কীভাবে কী হচ্ছে- সব সামনে আসতে হবে। বিপিএলে যেটা আসে, সেটা প্রফেশনালস ক্রিকেট অ্যাসোসিয়েশনের আলোচনার মাধ্যমে শেয়ার করতে হবে।’
এই সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসানও। তিনি বলেন, ‘সিদ্ধান্ত যেহেতু সবাই মিলে নিয়েছি, সেক্ষেত্রে আলোচনায় বসার সিদ্ধান্তও সবাই মিলে নিতে হবে। সেদিন সময় কম থাকায় আমরা ওভাবে গুছিয়ে দাবি উপস্থাপন করতে পারিনি। আর সেজন্য বিষয়টা সুন্দর করে আয়োজনের উদ্দেশ্যেই আমাদের সময় নেয়া।’
‘বিসিবি আমাদের ডেকেছে, আমরা নিজেরাই যোগাযোগ করে আলোচনায় বসব। আমরা কেউ কারও থেকে দূরের নয়। দুই পক্ষ মিলেই কিন্তু বিসিবি। বিসিবির প্রতি ব্যক্তিগত সম্মানের জায়গা আমাদের আগের মতই আছে। ক্রিকেটাররাও খেলতে চায়, সুস্থ থাকতে চায়, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আজকেই যাব কিনা। আপনাদের হয়তো আবার ডেকে জানাব, না হয় যাওয়ার সময় বলে যাব।’ যোগ করেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।