promotional_ad

নতুন যে বার্তা দিলেন সাকিব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেছেন বাংলাদেশের আন্দোলনরত ক্রিকেটাররা। একইসঙ্গে সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকে অবশ্যই সাড়া দেবে ক্রিকেটাররা।


প্রথমে সাকিব আল হাসানদের মুখপাত্র হিসেবে নতুন দুটি দাবিসহ মোট ১৩টি দাবির কথা তুলে ধরেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব।


বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'সিদ্ধান্ত যেহেতু সবাই মিলে নিয়েছি সেক্ষেত্রে আলোচনায় বসার সিদ্ধান্তও সবাই মিলে নিতে হবে। সেদিন সময় কম থাকায় আমরা ওভাবে গুছিয়ে দাবি উপস্থাপন করতে পারিনি। আর সেজন্য বিষয়টা সুন্দর করে আয়োজনের উদ্দেশ্যেই আমাদের সময় নেয়া। বিসিবি আমাদের ডেকেছে, আমরা নিজেরাই যোগাযোগ করে আলোচনায় বসব। আমরা কেউ কারও থেকে দূরের নয়।'



promotional_ad

'দু'পক্ষ মিলেই কিন্তু বিসিবি। বিসিবির প্রতি ব্যক্তিগত সম্মানের জায়গা আমাদের আগের মতই আছে। ক্রিকেটাররাও খেলতে চায়, সুস্থ থাকতে চায়,  পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আজকেই যাবো কিনা। আপনাদের হয়তো আবার ডেকে জানাব, না হয় যাওয়ার সময় বলে যাবো।' যোগ করেন সাকিব।


সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা বুধবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন। এই সম্মেলনে তাদের আইনজীবী ছাড়াও উপস্থিত ছিলেন ৪৫-৫০ জন ক্রিকেটার। 


তাদের নতুন দুই দাবির মধ্যে একটি হচ্ছে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করা এবং নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া। মোট ১৩টি দাবি ইতোমধ্যেই চিঠি আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছেন সাকিব-তামিমদের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।


এর আগে গত সোমবার দেশের ক্রিকেটের দুর্বল দিকগুলোকে বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা। দাবি পূরণ ন??? হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না বলেও জানিয়ে দেন সাকিব-মুশফিকরা।



এরপর গত মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন। যদিও পুরো বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে তেমন কোনো আগ্রহ প্রকাশ পায়নি তাঁর কথায়।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball