প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে বেলা তিনটার খানিক পর মিরপুরে এসেছেন তিনি।
জানা গিয়েছে, খানিক পর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন নাজমুল হাসান। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ক্রিকেটাররা কেউ ছিলেন না সেখানে।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ক্রিকেটারদের জন্য এখনও অপেক্ষমান তারা। যেকোনো সময় সাকিব-তামিমদের সঙ্গে বসতে রাজি বোর্ড।
জালাল ইউনুস বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বোর্ড সভাপতি কথা বলে এসেছেন। এখানে আসার পর। আমরা জানি না কি কথা হয়েছে। তবে উনি আছেন। আমাকে বলা হয়েছে আপনাদের বলতে। যে আমরা সবাই এখানে আছি আলোচনার জন্য।
বোর্ড সভাপতি ছিলেন, নাঈমুর রহমান দুর্জয়, উনিও ছিলেন। আমরা আগেও বলেছি, আমরা এখানে আছি। আলাপ আলোচনার জন্য। খোলা মনে আসতে পারেন, আমরা প্রস্তুত আছি। ৫ টার পরে যদি তারা বলে যে তারা আসছে, তাহলেও আমরা অপেক্ষা করব।'
মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের কাছে এই বার্তা পৌঁছে দিতে চান জালাল ইউনুস। তিনি আরও বলেন, 'আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে যোগাযোগ করতে। আপনারাও করেন। আমরা যে বার্তা টুকু দিলাম সেটা আপনারা তাদের কাছে পাঠাতে পারেন।'