কোহলি-গম্ভীরের পর রোহিত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ পার করেছেন ভারতের রোহিত শর্মা। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ভারতের তৃতীয় ব্যাটসম্যান রোহিত, যিনি তিন ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ ব্যাটসম্যানের মধ্যে আছেন। অধিনায়ক বিরাট কোহলি এবং সাবেক ওপেনার গৌতম গম্ভীরের পথ ধরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ২১২ রানের অসাধারণ ইনিংস খেলে র্যাঙ্কিংয়ের দশম স্থানে জায়গা করে নেন রোহিত। রাঁচি টেস্টের আগে ২২তম স্থানে ছিলেন তিনি। এক ইনিংসেই ১২ ধাপ এগিয়েছেন এই ডানহাতি।
সিরিজ শুরুর আগে টেস্ট র্যাঙ্কিংয়ের ৪৪তম ব্যাটসম্যান ছিলেন রোহিত। তিন ম্যাচের সিরিজে একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরিসহ ৫২৯ রান করেছেন ভারতের অন্যতম তারকা এই ওপেনার।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এবং টি-টোয়েন্টিতে সপ্তম অবস্থানে রয়েছেন রোহিত। তিন ফরম্যাটেই শীর্ষ দশে আছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। টেস্ট এবং টি-টোয়েন্টিতে শীর্ষে এবং ওয়ানডেতে অষ্টম অবস্থানে ছিলেন গম্ভীর।
রাঁচি টেস্টে ১১৬ রানের ইনিংসে ভর করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন আজিঙ্কা রাহানে। পঞ্চম অবস্থানে রয়েছেন ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
মোহাম্মদ শামি এবং উমেশ জাদব ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে সংগ্রহ করেছেন। শামি ৭৫১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এবং উমেশ ৬২৪ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে রয়েছেন।