promotional_ad

পাকিস্তানে পৌঁছেছে নারী দল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মঙ্গলবার পাকিস্তানের বিমান ধরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছেন সালমা-জাহানারারা।  


বিমানবন্দরে সালমা-রোমানাদের উষ্ণ সংবর্ধনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পাওয়ার পর পাকিস্তানের বিমান ধরেন ক্রিকেটাররা।


সফরটিতে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ।



promotional_ad

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সালমা খাতুন। ওয়ানডে দলের দায়িত্বে আছেন রোমানা আহমেদ। দলে জায়গা হয়নি নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের। তবে দুজনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই দলের তালিকায়। 


২৬, ২৮ ও ৩০ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ নারী ক্রিকেটাররা এর আগেও ২০১৫ সালে পাকিস্তানের করাচিতে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছে।


পাকিস্তান সফরের নারী দলঃ সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রোমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, একা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা তুল কুবরা, ফারজানা হক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা এবং শাহিদা আক্তার মেঘলা।



স্ট্যান্ডবাই: নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মণি, সোবহানা মোস্তারি, লাবণী আক্তার, জিন্নাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন এবং হ্যাপি আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball