সাকিবদের সঙ্গে বিকাল ৫টায় বসতে প্রস্তুত বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দাবি উত্থাপন করা ক্রিকেটারদের সঙ্গে বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় আলোচনায় বসতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
ইতোমধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির পক্ষ থেকে কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন নিজামউদ্দিন। এবার ক্রিকেটারদের পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি।

বুধবার প্রধান নির্বাহী বলেন, 'আশা করছি যে কোনো সময় ওনারা আমাদের জানাবেন। আমরা ইতোমধ্যে জেনেছি ওনারা আজকে কোনো এক সময় হয়তো একত্রিত হবেন। আজ বিকাল ৫টায় আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি। যে কোনও জায়গায়, বোর্ড কিংবা যে কোনো জায়গায় হতে পারে। আমরা প্রস্তুত আলোচনা করতে।'
গত সোমবার (২১ অক্টোবর) বিসিবি প্রাঙ্গনে ১১ দফা দাবি তোলেন বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ দেশের অন্যান্য ক্রিকেটাররা।
দাবি উত্থাপনের পর তারা ধর্মঘটের ডাক দেয়। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটের কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন না কোনো ক্রিকেটার, এমন ঘোষণা দেয়া হয়। এমন আন্দোলনে পরদিনই (মঙ্গলবার) জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা।
সভা শেষে সংবাদ সম্মেলনে আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আলোচনায় বসে দাবিগুলো মেনে নিলেই আবারো মাঠে ফিরবেন ক্রিকেটাররা।