শীর্ষস্থান মজবুত করছে ভারত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান পাকাপোক্ত করে নিচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে বিরাট কোহলির দল। বর্তমানে ২৪০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।
দুই সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দলটি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের হারায় ভারত। এবার তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হারিয়েছে তারা। যে কারণে প্রতিটি সিরিজের জন্য বরাদ্দ ১২০ পয়েন্টের পুরোটা পেয়েছে দলটি।

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। যে কারণে ৬০ পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলে ৫৬ পয়েন্ট করে পায় দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল ২০২১ সালের জুনে ইংল্যান্ডে ফাইনাল খেলবে। বিজয়ী দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরবে।
এখন পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেনি বাংলাদেশ, পাকিস্তান। নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আইসিসির নতুন এই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ।
পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া সফরে। নভেম্বরের শেষের দিকে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।