বাংলাদেশ নিয়ে ভারতকে লক্ষ্মণের সতর্কবার্তা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত বাংলাদেশ দল, মনে করছেন ভারতের সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারে ঠাসা বাংলাদেশ দল টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে কঠিন পরীক্ষায় ফেলবে বলে বিশ্বাস লক্ষ্মণের।
সম্প্রতি ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি ফাফ ডু প্লেসির দল। হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী প্রোটিয়ারা। এর পেছনে দক্ষিণ আফ্রিকা দলে অভিজ্ঞতার অভাব দেখছেন লক্ষ্মণ।

সে দিক থেকে অভিজ্ঞ বাংলাদেশকে হালকাভাবে নেয়া উচিত মনে করছেন না লক্ষ্মণ। তাঁর ভাষায়, 'আমি মনে করি ভারত-বাংলাদেশ সিরিজে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমান দক্ষিণ আফ্রিকা দলের চেয়ে বাংলাদেশ স্কোয়াড অনেক বেশি অভিজ্ঞ। বড় কথা হলো, তাদের অধিকাংশ বড় তারকাই এখন ভালো ফর্মে আছে।'
'বাংলাদেশের এই দলটি গত কয়েক বছরে প্রচুর উন্নতি করেছে এবং তাদেরকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমি মনে করি তারা টি-টোয়েন্টিতে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা উপহার দেবে।' যোগ করেন ভারতের হয়ে ১৩৪ টেস্ট এবং ৮৬ ওয়ানডে খেলা লক্ষ্মণ।
আগামী ৩ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারতের পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে সাকিব, তামিমদের ভারত সফর। গত সোমবার ১১ দফা দাবি তুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের দাবিগুলো না মানা পর্যন্ত ক্রিকেটের কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবে না তারা।
ক্রিকেটারদের দাবি তোলার পর দিনই জরুরি সভা করেছে বিসিবি কর্তারা। কিন্তু এখনই দাবি না মেনে এমন আন্দোলনের পেছনের কারিগরকে খুঁজে বের করতে চায় বিসিবি। এতে ক্রিকেটাররা মাঠে না গেলেও বিসিবির কোনো সমস্যা নেই বলে সাফ জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান পাপন।