চক্রান্তের সঙ্গে দুই-একজন ক্রিকেটার জড়িত!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটারদের ১১ দফা দাবির পেছনে চক্রান্তের আভাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই চক্রান্তের পেছনে ক্রিকেটারদের মধ্যেও দুই-একজন কাজ করছে বলে ধারণা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি পরিচালক লোকমান হোসেনের গ্রেফতার থেকে শুরু হয়েছে এই চক্রান্ত, মনে করছেন পাপন। তবে এই চক্রান্তের কথা ক্রিকেটারদের দুই-এক জন ছাড়া কেউই জানেন না।

দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করতেই এমন চক্রান্ত চলছে। এমনকি জিম্বাবুয়ের মতো নিষেধাজ্ঞা আনার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন পাপন।
মঙ্গলবার জরুরি ভিত্তিতে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। এটা নিয়ে বাইরের দুই -একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দুই-একজন হয়তো আছে।’
এই চক্রান্তের পেছনের কারিগরকে খুঁজে বের করতে চায় বিসিবি। তা না হলে দেশের ক্রিকেট আরও তলিয়ে যাবে। পাপনের বিশ্বাস, শিগগিরই বের হয়ে যাবে চক্রান্তকারীরা।
‘আমরা খুঁজে বের করতে চাই। ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন। সব ক্রিকেটার এটা জেনে শুনে করেছে বলে আমার মনে হয় না। হাতে গোনা দুই-এক জন জানতে পারে।’ যোগ করেন বিসিবি সভাপতি।
সোমবার (২১ অক্টোবর) বিসিবিতে ১১ দফা দাবি নিয়ে হাজির হন ৫০-৬০ জনের মতো ক্রিকেটার। দেশের ক্রিকেটকে উন্নতি করার স্বার্থে এসব দাবি তুলতে বাধ্য হয়েছিলেন ক্রিকেটাররা, জানিয়েছিলেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।