বিদেশি কোচ পছন্দ নয় ক্রিকেটারদেরঃ পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের ক্রিকেটাররা বিদেশি কোচ চান না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশি কোচের অধীনেই খেলতে চান বাংলাদেশ দলের ক্রিকেটারা, এমনই ধারণা বিসিবি সভাপতির।
মঙ্গলবার জরুরি এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো বা নিউজিল্যান্ডের কোচ ড্যানিয়েল ভেটরিদের মতো বিদেশি কোচদের পছন্দ নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের।

দেশি কোচদের পাদপ্রদীপের আলোয় তুলে আনার জন্য সুযোগ দেয়ার দাবি করেছেন ক্রিকেটাররা। ১১ দফা দাবির মধ্যে এটি ছিল একটি। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ক্রিকেটারদের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেন। কিন্তু পাপন মনে করছেন, ক্রিকেটাররা দেশি কোচ চান, তাই এমন দাবি তুলেছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘কোচরা এসেছে নতুন। আরেকজন আসছে ড্যানিয়েল ভেটরি। এসব কোচ ওদের আসলে পছন্দ না। একবার তো বলল ওদের কোচই দরকার নাই। মিটিং করে বলছে, আপনারাও জানেন। দেখছিলাম কয়েক মাস কী অবস্থা সেটা যাচাই করতে। এখন আমার মনে হচ্ছে ওরা দেশি কোচ চায়, বিদেশি কোচ চায় না।’
যদিও কোচ নিয়োগের আগে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হয় বলে জানিয়েছেন পাপন। কিন্তু ক্রিকেটারদের পছন্দেই কোচ নিতে হবে, এটার কোনো যৌক্তিকতা দেখেন না বিসিবি সভাপতি।
তাঁর ভাষ্য, ‘কোচ কাকে নেয়া হবে, এটা যদি ক্রিকেটারের পছন্দে নিতে হয় তাহলে তো একটু বিপদ। তারপরও যখনই কোনো কোচ নেয়া হয়েছে, প্রতিটা সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে নেয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি।’