ক্রিকেটাররা খেলতে না চাইলে খেলবে নাঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সোমবার জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলনে ডাকেন ক্রিকেটাররা। যেখানে ১১ দফা দাবি তোলার পাশাপাশি তারা সাফ জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবেন না।
এর প্রেক্ষিতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ক্রিকেটাররা খেলতে না চাইলে তাদের কিছু করার নেই। তিনি বুঝতে পারছেন না দাবিগুলোর সঙ্গে খেলা বন্ধ করার সম্পর্ক কোথায়।
নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেটাররা যদি না খেলতে চায়, তাহলে আমার কী করার আছে। খেলবে না। কিন্তু তোমরা (ক্রিকেটাররা) যদি না খেলো, তাহলে লাভটা কী? না খেললে তো কোনও লাভ নেই। আমি বুঝতে পারছি না দাবিগুলোর সঙ্গে খেলা বন্ধ করার কী সম্পর্ক।’
২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হবে। পাপন আশাবাদী নির্দিষ্ট সময়েই খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন। ক্রিকেটারদের জন্য বিসিবির দরজা সব সময়ই খোলা আছে।
নাজমুল হাসান বলেন, ‘আশা করি জাতীয় দলের ক্যাম্প অবশ্যই হবে। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড় খেলতে চায়, ক্রিকেটের উন্নতি চায়। ওদের জন্য দরজা খোলা।’