promotional_ad

হার্ড লাইনে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সোমবার (২১ অক্টোবর) ১১ দফা দাবি তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবিগুলো মেনে নেয়া না পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হবেন না তারা। ধর্মঘট ডেকে নিজেদের শক্ত অবস্থানের কথা গণমাধ্যমের সাহায্যে জানান সাকিব আল হাসান, তামিম ইকবালসহ দেশের অন্যান্য ক্রিকেটাররা। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টনক নড়লেও শক্ত অবস্থানে তারাও।


ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২২ অক্টোবর) জরুরি সভায় বসেন বিসিবি কর্তারা। দীর্ঘ সময়ের বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে আলোচনা করেন তাঁরা।


বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে আসেন বিসিবির কর্তারা। সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দাবি ইস্যুতে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


তাঁর মতে, ক্রিকেটারদের দাবিগুলো বিসিবির আওতায়ই ছিল। আগে বিসিবির কাছে দাবিগুলো পেশ করার উচিত ছিল সাকিব, তামিমদের। এরপর দাবি না মানলে গণমাধ্যমকে জানানোর কথা উল্লেখ করেছেন পাপন।


ক্রিকেটাররা সরাসরি গণমাধ্যমের কাছে যাওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন বিসিবির সকলেই। বিসিবিকে দাবি পূরণ কিংবা এ নিয়ে ভাবার কোনো সুযোগই দেয়নি ক্রিকেটাররা, এমন অভিযোগ তোলেন পাপন। ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে সরে ধর্মঘটের সিদ্ধান্ত একেবারেই যুক্তিহীন তাঁর কাছে। 



promotional_ad

তাই এখনই দাবি মেনে না নিয়ে এর পেছনের কলকাঠি যারা নাড়ছেন তাদের খুঁজে বের করতে চায় বিসিবি। পাপন বলেন, 'ওরা চাইলেই আমরা মেনে নিতাম। কিন্তু এখানে অন্য কিছু কাজ করছে আপনারাও বুঝতে পারছেন। তাই আগে এমন পদক্ষেপের কারণ এবং মূলে কারা কাজ করছে এটা খুঁজে বের করতে হবে।'


এরপরও অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলালে ক্রিকেটারদের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি বিসিবি, সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পাপন। সব মিলিয়ে এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিসিবি সভাপতি। দেশের ক্রিকেটকে নিষ্ক্রিয় করে দেয়ার চেষ্টা চলছে, দাবি পাপনের।


এমনকি তিনি জানিয়েছেন, দাবি উত্থাপনের দিন উপস্থিত ক্রিকেটারদের অনেকেই হয়তো ধর্মঘটের মূল কারণ সম্পর্কে অবগত নন। ক্রিকেটারদের এই ধর্মঘটের পেছনে বাইরের কোনো শক্তি কাজ করছে বলেও ধারণা করছেন তিনি।


এতে দেশের ক্রিকেটের ক্ষতিই দেখছেন পাপন। এমনকি বাইরে বাংলাদেশের ক্রিকেটকে অসম্মান করা হয়েছে বলেও মনে করেন বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, 'এখানে কোনো ষড়যন্ত্র কাজ করছে। অনেক ক্রিকেটারই না জেনেই ধর্মঘটে যোগ দিয়েছে। এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না।'


আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ভারত সফরের ক্যাম্প। ধর্মঘট ডাকা ক্রিকেটাররা বয়কট করেছেন সব ধরনের ক্রিকেটের কার্যক্রম। তাই অনিশ্চয়তায় আছে ভারত সফর। তবে পাপন জানিয়েছেন, নির্ধারিত দিনেই শুরু হবে ক্যাম্প। বিসিবিও দেখতে চায় কারা ক্যাম্পে যোগ দিচ্ছে, কারা দিচ্ছে না!


এদিকে ২৪ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল। এখানে অংশ না নিলেও কোনো ধরনের সমস্যা নেই বিসিবির। পাপনের ভাষ্য, '২৫ অক্টোবর থেকেই ক্যাম্প শুরু হবে। আমরাও দেখতে চাই কারা যোগ দিচ্ছে আর কারা দিচ্ছে না। এনসিএলে ক্রিকেটাররা না যোগ দিলে তো আমাদের কিছু করার নেই।'



অসময়ে দেশের ক্রিকেটে এমন বড় আন্দোলনের কারণে ক্ষিপ্ত বিসিবির দায়িত্বরত সকলেই। পাপনের মতে, উন্নতির দিকে যাচ্ছে দেশের ক্রিকেট। এ সময় এই দাবিগুলো তোলা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করছেন না তিনি।


কারণ ক্রিকেটারদের তোলা দাবির অধিকাংশ নিয়েই আগে থেকে কাজ শুরু করেছে বিসিবি, জানিয়েছেন পাপন নিজেই। তবে বিসিবি সভাপতির একটাই ক্ষোভ, তাদের কাছে আগে দাবি না পেশ করে ভুল করেছে ক্রিকেটাররা।


এখনও বিসিবির সঙ্গে যোগাযোগের দরজা খোলা আছে, ক্রিকেটারদের উদ্দেশ্যে জানিয়েছেন পাপন। যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত আছে বিসিবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball