ভারতের নতুন বিশ্ব রেকর্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারত। স্বাগতিক দল হিসেবে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জেতার রেকর্ড এখন বিরাট কোহলির দলের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারত। এই সিরিজ জিতেই টেস্ট ইতিহাসের বিশ্ব রেকর্ডটি গড়েন কোহলি-রোহিত শর্মারা।

এর আগে ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি সিরিজ জেতার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। স্বাগতিক দল হিসেবে দুইবার টানা দশটি সিরিজ জিতেছিল অজিরা। ১৯৯৪ থেকে ২০০০ সাল এবং ২০০৪ থেকে ২০০৮ সালে ঘরের মাঠে টানা দশটি সিরিজ জেতে অস্ট্রেলিয়া।
এবার তাদের এই রেকর্ড ভেঙ্গে দিয়েছে ভারত। তবে ঘরে-বাইরে মিলে টানা ১৭টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড এখনও অস্ট্রেলিয়ারই।
২০১২ সালে শেষবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির অধীনে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে ভারত।
সেবার জয় দিয়ে সিরিজ শুরু করলে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট হারের মুখ দেখতে হয় ভারতকে। সিরিজের শেষ ম্যাচ ড্র হয়।
এরপর ঘরের মাঠে আর কোনো টেস্ট সিরিজ হারেনি এশিয়ার শক্তিশালী দলটি। এ ছাড়া দেশের বাইরেও বেশ শক্তিশালী দল এখন ভারত।