promotional_ad

দ্য হান্ড্রেডে দল পাননি সাকিব-তামিমরা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের নতুন ঘরোয়া টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' এর ড্রাফটে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। বিশেষ করে ১ লক্ষ পাউন্ড রিজার্ভ প্রাইস থাকা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।


সাকিব-তামিম ছাড়াও দ্য হান্ড্রেডের ড্রাফটে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত তাদের প্রত্যেকেই অবিক্রিত রয়ে গেছেন।



promotional_ad

মূলত ২০২০ সালের ইংলিশ গ্রীষ্মে বাংলাদেশের ব্যস্ত সূচি মাথায় রেখেই কোনো টাইগার ক্রিকেটারকে দলে ভেড়ায়নি দ্য হান্ড্রেডের দলগুলো। আগামী জুলাই-আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। এর ফলে বাংলাদেশের ক্রিকেটাররা দল পেলেও তাদের অংশগ্রহণ ছিল অনিশ্চিত।


দ্য হান্ড্রেডের প্রথম আসরে আটটি দল অংশ নিচ্ছে। ড্রাফটের আগেই ইংল্যান্ডের তিনজন করে ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রতিটি দল। ১৫ জনের স্কোয়াডের বাকি সদস্যদের ড্রাফট থেকে বেছে নিতে হয়েছে তাদের।  দল সাজাতে অবশ্য বেশ কিছু নিয়ম মানতে হয়েছে দলগুলোর।


প্রতিটি দল অন্তত ৩ জন করে বিদেশী ক্রিকেটার নিতে পেরেছে। প্রতি ম্যাচের একাদশেও খেলাতে পারবে তিনজন করে বিদেশী ক্রিকেটার। ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেয়ার সুযোগ নেই দ্য হান্ড্রেড টুর্নামেন্টে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball