ডাবল সেঞ্চুরিটি অন্যতম সেরাঃ রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবারের মতো ওপেনিংয়ে খেলার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। প্রথম সুযোগেই বাজিমাৎ করেছেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।
সিরিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন রোহিত। প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে রোহিত জানিয়েছেন, এটা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। টেস্ট দলে এমনিতেই অনিয়মিত রোহিত। এবার ওপেনিংয়ে ব্যর্থ হলে তাঁর টেস্ট ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যেতে পারতো বলে জানিয়েছেন ডানহাতি এই ওপেনার।

এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘ভারতের হয়ে যেখানে যখন সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি। ভারতের হয়ে অনেক ম্যাচেই রান করেছি। এটাও তার মধ্যে অন্যতম একটি সেরা ইনিংস। এই সিরিজে রান করতেই হতো, নিজেকে প্রমাণ না করলে অনেক কিছুই হতে পারতো। ওপেনার হিসেবে টেস্ট দলে খেলছি। তাই অনেক কিছুই হওয়ার সম্ভাবনা ছিল।’
রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রোহিত। ম্যাচের দ্বিতীয় দিন মাঠে নেমে সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। ১৯৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান এই ওপেনার।
বিরতি থেকে ফিরেই লুঙ্গি এনগিডির করা শর্ট ডেলিভারিটিকে নিজেদের ড্রেসিংরুমের সামনে আছড়ে ফেলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। এর মধ্য দিয়ে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরির করার রেকর্ড গড়েছেন তিনি।