এক ডাবল সেঞ্চুরি, দুই সেঞ্চুরির ম্যাচ ড্র

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রংপুর এবং ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা। জবাবে লিটন দাস এবং নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরিতে ৫০৮ রানে অল আউট হয় রংপুর।
প্রথম ইনিংসে ৪৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ঢাকা কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুললে ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। ঢাকা বিভাগের হয়ে নাজমুল ইসলাম ৯ এবং আব্দুল মজিদ ১ রান করে অপরাজিত থাকেন।
আগের দিনের ৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে রবিবার (২০ অক্টোবর) চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে শুরুতেই সেঞ্চুরিয়ান নাঈম ইসলামকে হারায় রংপুর। ৩২৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। নাঈমের আগে সেঞ্চুরি করে ফিরেন দলটির ওপেনার লিটন দাস।

তাঁর ব্যাট থেকে এসেছে ১৮৯ রানে ১২২ রানের ইনিংস। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানবীর হায়দারও ইনিংস বড় করতে পারেননি। তিনি আউট হয়েছেন ৭৩ রান করে। থিতু হওয়া দুই ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ সোহরাওয়ার্দী শুভ।
এক প্রান্ত আগলে রেখে তিনি ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন। সঙ্গীর অভাবে তিনি সেঞ্চুরি পূরণ করতে পারেননি। শেষ দিকে সাজেদুল ইসলাম ১১, রবিউল হক ৩৪ এবং সঞ্জিত সাহা ০ রান করে আউট হলে রংপুরের ইনিংস থামে ৫০৮ রানে।
ঢাকা বিভাগের হয়ে ৩টি উইকেট নেন সালাউদ্দিন শাকিল এবং নাজমুল ইসলাম অপু। এ ছাড়া ২টি উইকেট পেয়েছেন সুমন খান। একটি করে উইকেট নিয়েছেন তৈইবুর রহমান এবং শুভাগত হোম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৬০ ওভারে, ৫৫৬/৮ ডিক্লে. (১৬০ ওভার) (সাইফ ২২০*, নাদিফ ৬১; সঞ্জিত ৩/৮৯)।
রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৮০.৫ ওভারে ৫০৮/১০ (লিটন ১২২, নাঈম ১৩৫, তানবীর ৭৩, শুভ ৯২*; শাকিল ৩/৮৫, নাজমুল ইসলাম ৩/১৪৬)।
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৩ ওভারে ১০/০ (নাজমুল ৯*, মজিদ ১*)।