promotional_ad

সঙ্গীর অভাবে সেঞ্চুরি হলো না শুভর

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল ঢাকা বিভাগ। তাদের করা ৫৫৬ রানের জবাবে ৫০৮ রানে থেমেছে রংপুর বিভাগের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ৪৮ রানের লিড পেয়েছে ঢাকা বিভাগ।


আগের দিনের ৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে শুরুতেই সেঞ্চুরিয়ান নাঈম ইসলামকে হারায় রংপুর। ৩২৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। নাঈমের আগে সেঞ্চুরি করে ফিরেছেন দলটির ওপেনার লিটন দাস।


তাঁর ব্যাট থেকে এসেছে ১৮৯ রানে ১২২ রানের ইনিংস। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানবির হায়দারও ইনিংস বড় করতে পারেননি। তিনি আউট হয়েছেন ৭৩ রান করে। থিতু দুই ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ।



promotional_ad

এক প্রান্ত আগলে রেখে তিনি ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে্ন। সঙ্গীর অভাবে তিনি সেঞ্চুরি পূরণ করতে পারেননি। শেষ দিকে  সাজেদুল ইসলাম ১১, রবিউল হক ৩৪ এবং সঞ্জিত সাহা ০ রান করে আউট হলে রংপুরের ইনিংস থামে ৫০৮ রানে।


ঢাকা বিভাগের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল এবং নাজমুল ইসলাম। তাছাড়া ২টি করে উইকেট পেয়েছেন সুমন খান। ১টি করে উইকেট নিয়েছেন তাইবুর রহমান এবং শুভাগত হোম।


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৬০ ওভারে, ৫৫৬/৮ ডিক্লেয়ার (১৬০ ওভার) (সাইফ ২২০*, নাদিফ ৬১; সঞ্জিত ৩/৮৯)



রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৮০.৫ ওভারে ৫০৮/১০ (লিটন ১২২, নাঈম ১৩৫, তানবীর ৭৩, শুভ ৯২*; শাকিল ৩/৮৫, নাজমুল ইসলাম ৩/১৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball