স্মিথ-ওয়ার্নারদের পরামর্শক হাসি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে দলের ম্যানেজমেন্টে যুক্ত করেছিল অস্ট্রেলিয়া। এরপর অ্যাশেজ সিরিজে আরেক সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহকে দলের সঙ্গে যুক্ত করেছিল অজিরা।
এরই ধারাবাহিকতায় আসন্ন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এবার দলটিতে যুক্ত করা হয়েছে সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসিকে। এই দুই সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরামর্শক হিসেবেই কাজ করবেন তিনি।

অস্ট্রেলিয়ার একটি শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে ‘মিস্টার ক্রিকেট’ জানিয়েছেন, দলের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনেক পরিকল্পনা সাজাবে অস্ট্রেলিয়া। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত তিনি।
এ প্রসঙ্গে হাসি বলেন, ‘সত্যি বলতে আমি খুবই উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়া দলের সাথে আবার কাজ করার জন্য মুখিয়ে আছি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনেক পরিকল্পনা সাজাবে অস্ট্রেলিয়া। সেটার সাথে আমিও যুক্ত থাকতে পারব বলে দারুণ লাগছে।’
শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিশ্বাস, দলটির সাবেক ক্রিকেটাররা অনেক কিছু শেখাতে পারবেন বর্তমান ক্রিকেটারদের।
ল্যাঙ্গারের ভাষ্য, ‘আমাদের দলে এই সাবেকদের কত যে প্রভাব, সেটা আসলে বলে বুঝাতে পারব না। সবাই তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে মতামত দেয়। তাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের মতামত আমাদের অনেক কাজে লাগে।’