সরাসরি সম্প্রচার হচ্ছে জাতীয় লিগ!
ছবি: ছবিঃ ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের চলমান ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছেন বিসিবির তথ্য পদ্ধতির ব্যবস্থাপক নাসির আহমেদ।
ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আগে থেকেই করে আসছে বিসিবি। এবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট জাতীয় লিগেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির তথ্য পদ্ধতির ব্যবস্থাপক নাসির বলেন, 'আমরা সরাসরি সম্প্রচার চালু করেছি। আমরা এটা ফতুল্লায় করেছি এবং এখানে আরও কিছু কাজ আছে। কিন্তু আমরা আশা করছি বাকি ভেন্যুগুলোতেও এটা চালু করতে পারব।'
একটি পিচ ভিশন অ্যাপসের মাধ্যমে জাতীয় লিগের ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার করা হচ্ছে। জনসাধারণের কাছে পৌঁছাবে না জাতীয় লিগের এই সম্প্রচার। শুধুমাত্র জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন। ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে মাঠে উপস্থিত থাকতে হবে না তাদের।
এর জন্য ক্যামেরা স্টাম্পের উপর বসানো হবে যাতে করে উইকেটের আচরণ এবং ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্স দেখতে পারেন নির্বাচক এবং কোচরা।
ফতুল্লা দিয়ে শুরু করলেও ঢাকার বাইরের বাকি তিনটি ভেন্যুর ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করবে বিসিবি।