আগে থেকেই সরফরাজকে অপছন্দ মিসবাহ-ওয়াকারের!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দেয়ায় মঈন খানের তোপের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরফরাজকে সরিয়ে দেয়াকে অযৌক্তিক মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
মঈন খানের মতে, সরফরাজ আগে থেকেই পাকিস্তানের নতুন প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হকের অপছন্দের তালিকায়। পাশাপাশি বোলিং কোচ ওয়াকার ইউনুসেরও পছন্দের ক্রিকেটার নন সরফরাজ।

এ কারণে তাঁকে নেতৃত্ব থেকে বাদ দেয়া হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের হয়ে ৬৯ টেস্ট এবং ২১৯ ওয়ানডে খেলা মঈন খান।
সাবেক উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ভাষায়, ‘মিসবাহ এবং ওয়াকার কখনোই সরফরাজকে পছন্দ করত না। আমি হতভম্ব হয়েছি পিসিবি সরফরাজকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে দেখে। সে পাকিস্তানকে টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছে এবং আপনি কিছু বাজে পারফরম্যান্সের কারণে তাকে বাদ দিতে পারেন না।’
টেস্ট এবং টি-টোয়েন্টি; দুই ফরম্যাটের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে সরফরাজকে। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক আজহার আলী এবং টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম।
সরফরাজের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। তাঁর নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে দলটি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিসিবি।