promotional_ad

আলোক স্বল্পতার আগে রোহিত-রাহানের ব্যাটিং ঝলক

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাঁচি টেস্টে ছড়ি ঘোরাচ্ছেন ভারতের ব্যাটসম্যানরা। আলোক স্বল্পতার কারণে প্রথম দিন খেলা হয়েছে ৫৮ ওভার। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে ১১৭ রান করে অপরাজিত আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। 


৮৩ রান করে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির অপেক্ষায় আছেন অজিঙ্কা রাহানে। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দ্রুতই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।



promotional_ad

তিনি ব্যক্তিগত ১০ রানে ডিন এলগারের তালুবন্দী হন কাগিসো রাবাদার বলে। এরপর রানের খাতা খোলার আগেই ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন রাবাদা।


ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তিনি ব্যক্তিগত ১২ রানে প্রোটিয়া পেসার এনরিক নৎজের বলে এলবিডব্লিউ হন। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন রোহিত এবং রাহানে।


এই দুজনের জুটি অক্ষত আছে ১৮৫ রানে। রোহিত ১৬৪ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় অপরাজিত আছেন ১১৭ রানে। রাহানে ১৩৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত আছেন। 



সংক্ষিপ্ত স্কোরঃ


ভারত (প্রথম ইনিংস): ৫৮ ওভারে ২২৪/৩ (রোহিত ১১৭*, রাহানে ৮৩*, কোহলি ১২; রাবাদা ২/৫৪, এনরিক ১/৫০)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball