আলোক স্বল্পতার আগে রোহিত-রাহানের ব্যাটিং ঝলক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
রাঁচি টেস্টে ছড়ি ঘোরাচ্ছেন ভারতের ব্যাটসম্যানরা। আলোক স্বল্পতার কারণে প্রথম দিন খেলা হয়েছে ৫৮ ওভার। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে ১১৭ রান করে অপরাজিত আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
৮৩ রান করে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির অপেক্ষায় আছেন অজিঙ্কা রাহানে। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দ্রুতই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

তিনি ব্যক্তিগত ১০ রানে ডিন এলগারের তালুবন্দী হন কাগিসো রাবাদার বলে। এরপর রানের খাতা খোলার আগেই ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন রাবাদা।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তিনি ব্যক্তিগত ১২ রানে প্রোটিয়া পেসার এনরিক নৎজের বলে এলবিডব্লিউ হন। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন রোহিত এবং রাহানে।
এই দুজনের জুটি অক্ষত আছে ১৮৫ রানে। রোহিত ১৬৪ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় অপরাজিত আছেন ১১৭ রানে। রাহানে ১৩৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত (প্রথম ইনিংস): ৫৮ ওভারে ২২৪/৩ (রোহিত ১১৭*, রাহানে ৮৩*, কোহলি ১২; রাবাদা ২/৫৪, এনরিক ১/৫০)