বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন কোহলি?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য, ঘরের মাঠে সাকিব আল হাসানের দলের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া হবে কোহলিকে।
টি-টোয়েন্টি সিরিজ না খেললেও দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি বাংলাদেশের মতো ভারতের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।
২০১৯ সালে বিশ্রামহীন ক্রিকেট খেলেছেন কোহলি। বিশ্বকাপ থেকেই খেলার মধ্যে আছে ভারত। বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছে দলটি।

গত ১২ মাসে ১০ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। সবগুলো টেস্ট, ২৮ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টিতেই ভারতীয় দলে ছিলেন কোহলি।
বিশ্রাম জরুরি কোহলির, হয়তো ভাবনায় আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণদের পরোখ করে নেয়ারও সুযোগ পাচ্ছে ভারত।
ভারতীয় গণমাধ্যমের ধারণা, বিসিসিআই নির্বাচকরা সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, শুভমান গিল, কৃষ্ণাপ্পা গৌতমদের সুযোগ দেয়ার পরিকল্পনা করছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। ঘরের মাঠের সিরিজ শেষে ভারতীয় ক্রিকেট দল উড়াল দেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে।
টানা ক্রিকেটের মধ্যে থাকতে হবে কোহলিকে। তাই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলপতিকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা বেশি।
৩ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। পরে ৭ নভেম্বর রাজকোট এবং ১০ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি হবে নাগপুরে।