promotional_ad

টস করতে অন্য কাউকে পাঠাবেন ডু প্লেসি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অধিনায়ক হিসেবে টস ভাগ্যটা ভালো যাচ্ছে না ফাফ ডু প্লেসির। এশিয়ার মাটিতে এখন পর্যন্ত টস করতে নেমে নয়টিতেই পরাজিত হয়েছেন তিনি। শনিবার রাঁচি টেস্টে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তাই অন্য কাউকে টসে পাঠানোর পরিকল্পনা করছেন এই প্রোটিয়া অধিনায়ক।



promotional_ad

স্বাগতিক ভারতের বিপক্ষে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার। রাঁচিতে ডু প্লেসিদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেষ টেস্টে যেকোনো মুল্যে জয় চায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে জয় পাওয়ার আগে তাই টস ভাগ্যে জয় পাওয়া অনেক গুরুত্বপূর্ণ। এ কারণেই অন্য কাউকে টস করতে পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে চলেছেন প্রোটিয়া অধিনায়ক।


রাঁচি টেস্টের আগে ডু প্লেসি বলেছেন, ' টস জয়ের মাধ্যমেই আমরা এটা শুরুর আশা করছি। সম্ভবত আগামীকাল টস করতে আমরা অন্য কাউকে পাঠাবো। কেননা টসে আমার রেকর্ড খুব বেশি ভালনা এবং টস জয়ের পর প্রথম ইনিংসে আমরা যদি বড় স্কোর গড়তে পারি। এখন থেকে আমাদের এটা শুরু করা দরকার।’

এই ম্যাচে শুধু টস জিতলেই হবে না, ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছেন ডু প্লেসি। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়কেরও। দুই টেস্টে দুটি মাত্র হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ৬৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাই নিজেও রানে ফেরার তাড়ায় আছেন বলে জানিয়েছেন তিনি।



ডু প্লেসি বলেছেন, 'প্রথম ইনিংসে বড় রান তুলতেই হবে আমাদের। এটা করতে পারলে তারপর যে কোনও কিছু হতে পারে দ্বিতীয় ইনিংসে। বড় রান না পাওয়ার কোনও কারণ নেই। এটা আমার কাছে চ্যালেঞ্জ। জানি ষাট রান করলে টেস্ট ম্যাচ জেতা যায় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball