promotional_ad

নিজেকে উজার করে দেবেন দাদা, বিশ্বাস শচিনের

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শচিন টেন্ডুলকার মনে করেন সৌরভ গাঙ্গুলি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসেবে নিজেকে উজার করে দেবেন, যেমনটা তিনি ক্রিকেটার হিসেবে দিয়েছেন। শুক্রবার সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন বিশ্ব ক্রিকেটের লিটল মাস্টার শচিন।


ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হতে চলেছেন। আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে আগামী ১০ মাসের জন্য ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই পদের দায়িত্ব নেবেন। বিসিসিআই সভাপতি হিসেবে গাঙ্গুলি সেরাটা দেবেন বলেই বিশ্বাস শচিনের।



promotional_ad

এ প্রসঙ্গে শচিন বলেন, 'দাদা যেভাবে ক্রিকেটটা খেলেছে, যেভাবে দেশের জন্য ক্রিকেট মাঠে সবটা উজাড় করে দিয়েছে, আমার কোনও সন্দেহ নেই যে ঠিক একই ভাবে ও সভাপতির (বিসিসিআই) দায়িত্বটাও সামলাবে। মাঠে যে ভাবে মনোযোগটা থাকত, যেভাবে প্যাশন থাকত, ঠিক সেই ভাবে। আমি তাকে সেভাবেই চিনি। এইরকম ভাবেই চিনি।'


শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগ এবং মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সড়ক নিরাপত্তার সচেতনতা বৃদ্ধি করার জন্য আয়োজন করা হবে 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' নামের এই টুর্নামেন্টটি। 


ভিন্নধর্মী এই আসরে কেবল সাবেক ক্রিকেটাররাই অংশ নেবেন। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে। এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণার দিনই সাবেক সতীর্থ গাঙ্গুলি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ভারতের ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball