লারার চোখে বাংলাদেশ ছোট দল!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে ছোট দল মনে করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্ব আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেন লাল বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
তাঁর মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো কম শক্তিশালী দলের বিপক্ষেও গুরুত্বের সঙ্গে খেলবে বাকি দলগুলো। প্রত্যেক দলই প্রতিটি সিরিজ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।

ক্যারিবিয়ান সাবেক এই অধিনায়ক বলেন, 'আমার মনে হয়, যারা ১৬-১৭ বছর ধরে খেলছে এবং ১০০ টেস্টের উপর খেলে ফেলেছে; এক পর্যায়ে এসে একঘেয়ে হয়ে যায়। সিরিজে জয়-পরাজয় একটা বিষয়, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে এখন দলগুলো চ্যাম্পিয়ন হতে চাইবে। আমার মনে হয় এটা আরও আগে হওয়া উচিত ছিল। তবে এখন দেখে ভালো লাগছে।'
'যদি আপনি বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো ছোট দলের বিপক্ষেও খেলেন, এখানে গুরুত্ব দিয়ে খেলবেন। আমি রোমাঞ্চিত এটা জেনে যে এটা অন্যসব সিরিজের মতো নয়। প্রতিটি সিরিজই গুরুত্ব পাচ্ছে দলগুলোর কাছে। এর জন্য আইসিসিকে কৃতিত্ব দিতেই হবে।' যোগ করেন টেস্টে ১১ হাজার ৯৫৩ রানের মালিক লারা।
বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ আইসিসির এই টুর্নামেন্টের অংশ হলেও আফগানিস্তান নেই। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর এবং দ্বিতীয়টি ২২ নভেম্বর।