promotional_ad

চট্টগ্রামে সাইফময় দিন

ছবিঃ ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে আট উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেটে ৭১ রান তুলেছে রংপুর বিভাগ।


তৃতীয় দিন শুরু করবেন লিটন দাস (৫১*) এবং নাঈম হাসান (৮*)। ঢাকা বিভাগের হয়ে দুটি উইকেটই নিয়েছেন সালাউদ্দিন শাকিল। হামিদুল ইসলাম (৯) এবং মাহমুদুল হাসানকে (০) ফিরিয়েছেন তিনি।  


এর আগে দ্বিতীয় দিনের শুরুতে সুবিধা করতে পারেননি ঢাকার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শুভাগত হোম (১৭) এবং সুমন খান (২৪)। দুজনকেই ফিরিয়েছেন রংপুরের স্পিনার সঞ্জিত সাহা।



promotional_ad

তারপর আবার ব্যাটিং করতে নামেন প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়ে অবসরে যাওয়া সাইফ। এ দিনের শুরুতে তাঁকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক নাদিফ চৌধুরী। আক্রমণাত্মক মানসিকতায় খেলে হাফ সেঞ্চুরির দেখা পান নাদিফ। 


সাইফও ১৫০ রান অতিক্রম করার পর ফিরে যান নাদিফ চৌধুরী (৬১)। সোহরাওয়ার্দি শুভর বলে তানবির হায়দারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জয়রাজ শেখও (২৬) সাইফকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ফিরেছেন। সঞ্জিত সাহার তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ।


১৯টি চার ও চারটি ছক্কায় ২২০ রানে অপরাজিত ছিলেন সাইফ। তাঁর সঙ্গী নাজমুল ইসলাম করেন ১৮* রান। আগের দিন ঢাকার হয়ে রনি তালুকদার ৬৫ ও রকিবুল হাসান ৫৭ রান করেন।


রংপুরের হয়ে তিনটি করে উইকেট নেন সোহরাওয়ার্দি শুভ এবং সঞ্জিত সাহা।



সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ৫৫৬/৮ ডিক্লেয়ার (১৬০ ওভার)
(সাইফ ২২০*, নাদিফ ৬১; সঞ্জিত ৩/৮৯)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ৭১/২ (১৮ ওভার)
(লিটন ৫১*, হামিদুল ৯; শাকিল ২/১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball