লেগ স্পিনার না খেলানোর দায় অধিনায়কের!

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) লেগ স্পিনার না খেলানোর সম্পূর্ণ দায় নিজের ওপর নিতে নারাজ ঢাকা বিভাগের বরখাস্ত হওয়া কোচ জাহাঙ্গীর আলম। এই সিদ্ধান্তের জন্য ঢাকা বিভাগের অধিনায়ককে দোষী মানছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।
বোর্ডের দেয়া নির্দেশনা মানার জন্য প্রস্তুত ছিলেন জাহাঙ্গীর। কিন্তু একাদশে লেগ স্পিনার খেলানোর পক্ষে ছিলেন না ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরী। যিনি বিপ টেস্টে ব্যর্থ হওয়ায় জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি। বিপ টেস্টে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলছেন তিনি।
শুধু অধিনায়ক একা নন, ঢাকার সহ অধিনায়ক বা টিম ম্যানেজার কেউই লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে খেলাতে রাজি ছিলেন না। সকলের সিদ্ধান্ত শেষ পর্যন্ত মানতে এক প্রকার বাধ্য হয়েছেন কোচ জাহাঙ্গীর।

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'আমি বলেছি অধিনায়ককে লেগ স্পিনার খেলানোর জন্য। অধিনায়ক রাজি হয় নাই। আমি একা তো রাজি থাকলে হবে না। অধিনায়ক, সহঅধিনায়ক, টিম ম্যানেজার ছিল, আমি ছিলাম; সবাই মিলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
লেগ স্পিনারের অভাব পূরণের জন্য ঘরোয়া ক্রিকেটের প্রতিটি পর্যায়ে লেগ স্পিনারদের সুযোগ দেয়ার জন্য জোর দিচ্ছে বিসিবি। জাতীয় লিগের প্রথম রাউন্ডেও লিখনকে খেলায়নি ঢাকা বিভাগ। এমন ঘটনার পর দ্বিতীয় রাউন্ডে সব দলের একাদশে লেগ স্পিনার খেলানোর নির্দেশনা দেয় বিসিবি।
দলের কেউ রাজি না থাকায় লিখনকে দ্বিতীয় রাউন্ডের একাদশে রাখতে পারেননি জাহাঙ্গীর। তিনটি লিস্ট 'এ' ম্যাচ খেলা জাহাঙ্গীর বলেন, 'প্রথম খেলায় (রাউন্ড) বলেনি, কিন্তু দ্বিতীয় খেলায় বলেছিল। কাল আমি একাদশ নির্বাচন করার সময় বলেছিলাম লেগ স্পিনার খেলাতে। অধিনায়ক ছিল, সহঅধিনায়ক ছিল, ম্যানেজার ছিল; তারা রাজি না হলে তো জোর করে খেলাতে পারি না আমি। ওরা তো রাজি হতে হবে।'
বিসিবির দেয়া নির্দেশনা মানেনি ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ। এতে ঢাকার কোচ জাহাঙ্গীরকে সরিয়ে নতুন কোচের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ সেলিমকে। রংপুরের কোচ মাসুদ পারভেজ রাজনের বদলি হিসেবে নতুন দায়িত্ব পান জাফরুল এহসান।
কারণ দর্শানোর জন্য দুই কোচকে ডেকে পাঠায় বিসিবি। কিন্তু জবাবদিহিতা করার আগেই তাঁদের বরখাস্ত করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। জাহাঙ্গীর বলেন, 'বিসিবির কাছে জবাবদিহি করার আগেই আমাদের বাদ দেয়া হয়েছে।'
বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে লেগ স্পিনার না খেলানোর কারণে এই প্রথম কোনো কোচকে বরখাস্ত করেছে বিসিবি।