ভারতে আশির দশকের ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন লারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আশি-নব্বই দশকে ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিংরা ওয়েস্ট ইন্ডিজকে আলাদাভাবে চেনান বিশ্ব ক্রিকেটে। বর্তমান ভারতীয় দলও সেই পথে হাঁটছে, মনে করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা।
জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিদের নিয়ে গড়া ভারতের পেস আক্রমণ ক্লাইভ লয়েডের সময়ের ওয়েস্ট ইন্ডিজের কথা মনে করিয়ে দিচ্ছে লারাকে। পেস আক্রমণে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে ভারত।

ক্যারিবিয়ান সাবেক অধিনায়ক বলেন, 'পেস বোলিং শক্তিই ভারতকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আমি ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় পেসারদের দেখেছিলাম। জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, উমেশ যাদব এদের দক্ষতা নিয়ে কিছু বলার নেই। এর সঙ্গে ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তিও দারুণ। রিজার্ভে ভুবনেশ্বর কুমারের মতো পেসার বসে আছে।'
'ভারতীয় বোলারদের দেখে ওয়েস্ট ইন্ডিজের সেই আশি, নব্বই দশকের পেস আক্রমণের কথা মনে পড়ে যাচ্ছে। একটা দলের শক্তি-দুর্বলতা বিচার করতে গেলে তার রিজার্ভ বেঞ্চকে হিসেবের মধ্যে রাখতে হয়। রিজার্ভ বেঞ্চ ভালো হওয়া মানে আপনার বোলিং আক্রমণের গভীরতাও ভালো।' যোগ করেন লারা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দাপট দেখাচ্ছেন ভারতীয় পেসাররা। দুর্দান্ত লাইন-লেংথের সঙ্গে গতিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রতিনিয়ত পরাস্ত করছেন তাঁরা।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে ভারত। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে দলটি।