promotional_ad

বোর্ডের নির্দেশনা মানবেন রংপুরের নতুন কোচ

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা না মেনে বরখাস্ত হয়েছেন জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজন। তাঁর জায়গায় দায়িত্ব পাওয়া রংপুরের নতুন কোচ জাফরুল এহসান সেই পথে পা বাড়াতে চান না। বোর্ডের দেয়া নিয়ম মেনেই কাজ করতে চান তিনি।


লেগ স্পিনারের অভাব পূরণে ঘরোয়া ক্রিকেটের প্রতিটি পর্যায়ে লেগ স্পিনারদের যথেষ্ট সুযোগ দেয়ার নির্দেশনা দিয়েছিল বিসিবি। কিন্তু সেই নির্দেশনা মানেননি রংপুরের মাসুদ পারভেজ। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দ্বিতীয় রাউন্ডেও একাদশে রাখেননি তিনি। এমন সিদ্ধান্ত নেয়ায় চাকরি খোয়াতে হয়েছে তাঁকে।



promotional_ad

রংপুরের নতুন কোচ জাফরুল জানিয়েছেন, দেশের ক্রিকেট উন্নতিতে এটা ভালো পদক্ষেপ। লেগ স্পিনারের অভাব কমাতে তাদের ম্যাচ খেলার সুযোগ দেয়ার পক্ষে তিনি।  


জাফরুল এহসান বলেছেন, ‘সুযোগ থাকলে দ্বিতীয় রাউন্ডেই নামিয়ে দিতাম। যেহেতু নির্দেশ আছে তৃতীয় রাউন্ডে খেলাব, অবশ্যই সেটা হবে। আসলে লেগ স্পিনার লাগবে। তাদের সুযোগ দিতে হবে। না দিলে কীভাবে হবে।’


জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। তৃতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৪ অক্টোবর। এই রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ। বোর্ডের নির্দেশনা অনুযায়ী আসন্ন এই রাউন্ডে ১৭ বছর বয়সী রিশাদকে খেলানোর আশ্বাস দিয়েছেন জাফরুল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball