promotional_ad

থ্রো করতে জানেন না, তবু জাতীয় দলে!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রায়ই বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সমালোচনা হয়। টুর্নামেন্ট বা সিরিজ শেষে ফিল্ডিং নিয়ে আক্ষেপ করতে দেখা যায় ক্রিকেটারদেরও। জাতীয় দলের ক্রিকেটারদের ফিল্ডিং অবস্থা নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। বৃহস্পতিবার জাতীয় দলের ফিল্ডিং নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি।


ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ে বিসিবির কাছে জবাবদিহি করতে হয়েছিল ফিল্ডিং কোচ রায়ান কুককে। সে সময় বোর্ডকে কুক জানিয়েছেন, বেশিরভাগ ক্রিকেটারেরই ফিল্ডিংয়ের মৌলিক দিকগুলো জানা নেই।



promotional_ad

এমনকি কয়েকজন ক্রিকেটার আছেন, যারা বল থ্রো পর্যন্ত করতে জানেন না সঠিক উপায়ে। এই জায়গাগুলোতে উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কোচিং স্টাফদের পরামর্শ অনুযায়ী ফিল্ডিংয়ের উন্নতিতে কাজ করা হচ্ছে।


বৃহস্পতিবার নাজমুল হাসান বলেন, ‘বিশ্বকাপের সময় ফিল্ডিং নিয়ে অনেক কথা হচ্ছিল। আমরা কোচের কাছে জানতে চেয়েছি ফিল্ডিং ভালো হচ্ছে না কেন? তখন ফিল্ডিং কোচের দেয়া প্রথম পরামর্শ ছিল ফিল্ডিংয়ে উন্নতি। দলে থাকা ১০-১৫টা ছেলে নাকি ফিল্ডিংয়ের মৌলিক বিষয়গুলোই জানে না। ৪-৫ জন আছে, থ্রো কীভাবে করতে হয়, সেটাই জানে না।’


‘এগুলা যদি জাতীয় দলে এসে শেখাতে হয়, তাহলে তো হবে না। আমরা এগুলো নিয়ে কাজ করছি, সাপোর্ট স্টাফদের দেয়া প্রত্যেকটি পরামর্শ নিয়েই কাজ করছি আমরা। এতে অনেক বাঁধা আসবে, তবে আমরা চেষ্টা করছি দীর্ঘ পরিসরের জন্য চিন্তা করার।’ যোগ করেন বিসিবি সভাপতি।



ফিল্ডিংয়ের কারণে বিশ্বমানের দলগুলোর তুলনায় মাঠে পিছিয়ে থাকে বাংলাদেশ। যার প্রভাব ম্যাচের ফলাফলে অনেক বেশি পরিলক্ষিত হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball