জাতীয় লিগের দুই কোচকে বরখাস্ত করল বিসিবি

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নির্দেশনা না মানায় জাতীয় ক্রিকেট লিগের দুই কোচকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজন এবং ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলমকে কোচের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। রংপুর বিভাগের কোচের দায়িত্ব দেয়া হয়েছে জাফরুল এহসানকে। ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম।
ঘরোয়া ক্রিকেটের প্রতিটি পর্যায়ে লেগ স্পিনার খেলানোর নির্দেশনা দিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু সেই নির্দেশনা মানেননি বরখাস্ত হওয়া ঢাকা এবং রংপুরের কোচ। এরপর বৃহস্পতিবার কারণ দর্শানোর জন্য ডেকে পাঠানো হয় এই দুই কোচকে। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও খেলায়নি ঢাকা বিভাগ। এ ছাড়া তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে খেলায়নি রংপুর বিভাগ।
বরখাস্ত করার সিদ্ধান্তের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বলেছিলেন, ‘দেখুন এবার এনসিএল হচ্ছে, আমরা লেগ স্পিনার নিয়ে এতো কথা বলছি, এনসিএলে লেগ স্পিনার রিশাদকে এখনও খেলানো হয়নি। লিখনকেও খেলানো হয়নি। আমরা এতো কিছু বলার পরও দল নির্বাচনের ক্ষেত্রে যদি একাদশে লেগ স্পিনার না নামায়, তাহলে কী করণীয়?’
‘এই নিয়ন্ত্রণটি আমাদের হাতে নেই। আমরা আপাতত যেটা করেছি, সেটা হলো এনসিএলে কেন এই দুইজনকে খেলানো হয়নি এর জন্য দুই কোচকে তলব করা হয়েছে আজ। বলার পরও কেন খেলানো হলো না। ঢাকা ও রংপুরের কোচকে ডাকা হয়েছে। ওদের তো খেলাতে হবে, না খেলালে ওরা আসবে কী করে?’ যোগ করেন নাজমুল হাসান।
বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে লেগ স্পিনার না খেলানোর কারণে এই প্রথম কোনো কোচকে বরখাস্ত করেছে বিসিবি। এতো বছর ধরে ঘরোয়া ক্রিকেটের দলগুলো বাঁহাতি স্পিনার এবং অফ স্পিনারদেরই একাদশে প্রাধান্য দিয়ে আসছে।
যে কারণে ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া লিখন এখন পর্যন্ত মাত্র ২২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এবার লেগ স্পিনারের ওপর জোর দিয়েছে বিসিবি। বোর্ডের নির্দেশনা না মানলে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থাও।