বিসিবির কাঠগড়ায় জাতীয় লিগের দুই কোচ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই বিসিবির কাছে জবাবদিহি করতে হবে ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম এবং রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজনকে।
দেশের ক্রিকেটে লেগ স্পিনার ঘাটতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিসিবি। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু তাই নয়, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও দলগুলোকে লেগ স্পিনার খেলানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এরপরও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে ছাড়াই প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের একাদশ সাজায় ঢাকা বিভাগ। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া এই সম্ভাবনাময় লেগ স্পিনার এখন পর্যন্ত মাত্র ২২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। লিখন টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি।
১৭ বছর বয়সী তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে এখনও খেলায়নি রংপুর বিভাগ। বলে দেয়ার পরও লেগ স্পিনার না খেলানোর জাতীয় লিগের দুই কোচের ওপর চটেছে বিসিবি।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘দেখুন এবার এনসিএল হচ্ছে, আমরা লেগ স্পিনার নিয়ে এতো কথা বলছি, এনসিএলে লেগ স্পিনার রিশাদকে এখনও খেলানো হয়নি। লিখনকেও খেলানো হয়নি। আমরা এতো কিছু বলার পরও দল নির্বাচনের ক্ষেত্রে যদি একাদশে লেগ স্পিনার না নামায়, তাহলে কী করণীয়?’
‘এই নিয়ন্ত্রণটি আমাদের হাতে নেই। আমরা আপাতত যেটা করেছি, সেটা হলো এনসিএলে কেন এই দুইজনকে খেলানো হয়নি এর জন্য দুই কোচকে তলব করা হয়েছে আজ। বলার পরও কেন খেলানো হলো না। ঢাকা ও রংপুরের কোচকে ডাকা হয়েছে। ওদের তো খেলাতে হবে, না খেলালে ওরা আসবে কী করে?’
বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন লেগ স্পিনাররা। কিন্তু বাংলাদেশের জাতীয় দলে নেই কোনো পরীক্ষিত লেগ স্পিনার। দেশের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না লেগ স্পিনাররা। এমনকি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাও গ্রাহ্য করছে না দলগুলো।