চট্টগ্রামে সাইফের সেঞ্চুরি, বিশাল সংগ্রহের পথে ঢাকা

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে সাইফ হাসানের সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে বিশাল সংগ্রহের পথে ঢাকা বিভাগ। ম্যাচের প্রথম দিন শেষে, প্রথম ইনিংসে ঢাকা করেছে চার উইকেটে ৩১৪ রান।
উদ্বোধনী জুটিতে আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে ৬৬ রান তোলেন রনি তালুকদার। ব্যক্তিগত ১৭ রানে সোহরাওয়ার্দি শুভর বলে ফিরে যান মজিদ। এরপর দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন রনি তালুকদার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি।

দলীয় ৯৯ রানে সোহরাওয়ার্দি শুভর দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান রনি (৬৫)। এরপর জুটি গড়েন সাইফ হাসান এবং রকিবুল হাসান। দেখেশুনে খেলে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।
সাইফ-রকিবুলের ১২৭ রানের জুটি ভাঙেন মাহমুদুল হাসান। ৫৭ রানে থাকা রকিবুলকে প্যাভিলিয়নে ফেরান তিনি। রকিবুল ফিরলেও অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফ।
সাইফকে শেষদিকে সঙ্গ দিয়েছেন তাইবুর রহমান। কিন্তু ৩৫ রানে ফিরে যান তিনিও। ব্যক্তিগত ১২০ রান করে ইনিংস অবসরে যান সাইফ। ইনিংসে ছিল ১৩টি চার ও তিনটি ছয়ের মার।
ঢাকা বিভাগের হয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করবেন শুভাগত হোম (৮*) এবং সুমন খান (২*)।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩১৪/৪ (৯০ ওভার)
(সাইফ ১২০*, রনি ৬৫, রকিবুল ৫৭; সোহরাওয়ার্দি ২/৮০)