আয় বাড়ানোর সুযোগ পাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা!

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের (সিওএ) মেয়াদ শেষ হচ্ছে ২৩ অক্টোবর। ইতোমধ্যে তারা ভারতের সুপ্রিম কোর্টের কাছে নিজেদের শেষ রিপোর্ট জমা দিয়েছে। সেখানে তারা ‘স্বার্থের সংঘাতের’ নিয়ম বদলানোর আহ্বান করেছেন। এই নিয়ম বদলে গেলে ভারতের সাবেক ক্রিকেটাররা একই সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করার সুযোগ পাবেন।
এর ফলে সাবেক ক্রিকেটারদের আয়ের সুযোগও বাড়বে। স্বার্থের সংঘাতের আইন নমনীয় না হলে ভারতীয় ক্রিকেট অনেক মূল্যবান পরামর্শদাতা হারাবে বলে মনে করে সিওএ। বিসিসিআইয়ের এই কমিটির মতে, প্রয়োজন ছাড়াই অনেকের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করা হয়েছে।

সিওএ নিজেদের রিপোর্টে বলেছে, ‘মেয়াদকালে সিওএ দেখেছে, এমন অনেক পরিস্থিতিতে এই স্বার্থ সংঘাতের নিয়ম প্রয়োগ করা হয়েছিল। যেখানে এটার কোনও প্রয়োজন ছিল না। এই আইন যদি নমনীয় না হয়, তা হলে ভারতীয় ক্রিকেট অনেক মূল্যবান পরামর্শদাতাকে সঙ্গে পাবে না।’
সিওএ তাদের শেষ রিপোর্টে প্রস্তাব রেখেছে, ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী কোনও চুক্তি না থাকলে সাবেক ক্রিকেটাররা যেন বিভিন্ন ভূমিকায় কাজ করতে পারেন। তাদের এই প্রস্তাবের ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় সুপ্রিম কোর্ট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। সভাপতির মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি জানিছিলেন, স্বার্থ সংঘাতের নিয়ম নিয়ে চিন্তা-ভাবনা করার অনেক জায়গা আছে।
দায়িত্ব নিতে যাওয়া নতুন বোর্ড সভাপতির কথায় ইঙ্গিত ছিল, স্বার্থ সংঘাতের এই নিয়ম নিয়ে তিনি সন্তুষ্ট নন। এবার সিওএ গাঙ্গুলির এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছে। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই এই নিয়মের বিরুদ্ধে। অনেকেই প্রকাশ্যে এই আইনের প্রতিবাদ করেছেন।