সিদ্ধান্তের অপেক্ষায় সাইফউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর কথা মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু এখনও যেতে পারছেন না তিনি। তাঁর বেশ কয়েকটি রিপোর্ট ইংল্যান্ডে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড থেকে চিকিৎসকরা উত্তর পাঠানোর পর যেতে হবে তরুণ এই অলরাউন্ডারকে।
সাইড স্ট্রেইনের এই ইনজুরি বিশ্বকাপ থেকে বয়ে চলছেন সাইফউদ্দিন। দুই-এক ম্যাচ পর পরই মাথাচাড়া দিয়ে উঠছে এটি। বিশ্বকাপ শেষে বিশ্রাম নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই অলরাউন্ডার। কিন্তু আবারও পড়েন ইনজুরিতে। দলের নতুন ফিজিও জুলিও ক্যালেফাতো তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা সাইফউদ্দিন অপেক্ষায় আছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জানার। তিনি বলেছেন, ‘আপাতত সম্পূর্ণ বিশ্রামে আছি বলা যায়। ফিজিও জুলিও ক্যালেফাতোর সঙ্গে কথা বলেই এই বিশ্রামটা নেয়া। গতকাল অ্যাপোলোতে স্ক্যান করিয়েছি, এরপর বোঝা যাবে কী করতে হবে সামনে। আসলে বলা কঠিন। অপেক্ষা করছি স্ক্যান রিপোর্টের জন্য। টিম ম্যানেজমেন্ট আমাকে নিয়ে বসবে হয়তো। এরপর বলতে পারব আমার কী পরিকল্পনা। এর আগে বলতে পারছি না।’
‘ওনারা জানালেন, আমার বিষয় নিয়ে কথাবার্তা বলেছে ইংল্যান্ডে। আমার কয়েকটা রিপোর্ট ওনারা ইতোমধ্যে পাঠিয়েছেন, কাল মনে হয় আরেকটা পাঠাবে। এটার পর আসলে বুঝতে পারব আমার যাওয়ার প্রক্রিয়া বা আমার চিকিৎসার প্রক্রিয়া কতদূর এগোচ্ছে। এই মুহূর্তে এখনও ওইরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। অপেক্ষায় আছি আর কি।’ যোগ করেন এই অলরাউন্ডার।
ইনজুরির কারণে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না সাইফউদ্দিন। নভেম্বরে ভারত সফরেও তাঁর দলে থাকা নিয়ে আছে অনিশ্চয়তা। কারণ অস্ত্রোপচার করানো হলে আবারও বিশ্রামে থাকতে হবে তাঁকে।
বাংলাদেশের হয়ে ২০ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন। ওয়ানডেতে ২ হাফ সেঞ্চুরিতে ২৬২ রান এবং ২৪ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। টি-টোয়েন্টিতে ১০৮ রান এবং ১২ উইকেট নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার।