promotional_ad

নিজেকে জেলখানার কয়েদী লাগেঃ সাইফউদ্দিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), কিন্তু ইনজুরির কারণে খেলতে পারছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সতীর্থদের খেলা দেখে সময় কাটাতে হচ্ছে তাঁকে। প্রায় এক মাসের মতো মাঠের বাইরে থাকায় নিজেকে জেলখানার কয়েদী ভাবা শুরু করেছেন এই তরুণ।


বিশ্বকাপ থেকে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন সাইফউদ্দিন। ইংল্যান্ডে দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শেষে দেশে ফিরে বিশ্রাম নিয়েছেন এই অলরাউন্ডার। খেলেননি শ্রীলঙ্কা সিরিজে। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরে আবারো ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে চলমান জাতীয় লিগে খেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের এই ক্রিকেটারের।



promotional_ad

খেলতে না পারার আক্ষেপ নিয়ে ২২ বছর বয়সী সাইফউদ্দিন বলেন, 'মন তো চায় কাল থেকেই মাঠে নামি। কিছুটা জেলখানার কয়েদীদের মতো লাগছে নিজেকে। দেখছি, কিন্তু খেলতে পারছি না।'


'এটা আমাদের ক্রিকেটারদের জন্য বিরক্তিকর। দুই-এক সপ্তাহ হলে ঠিক আছে, কিন্তু এক মাসের মতো হয়ে যাচ্ছে। এই সময় সব ক্রিকেটারের জন্যই খারাপ লাগা কাজ করে।' যোগ করেন সাইফউদ্দিন।


ইনজুরি ক্রিকেট ক্যারিয়ারের বড় একটি অংশ মেনে নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। তাই মাঠের বাইরে থাকার আপসোস না করে সময় নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরতে চাইছেন তিনি।



সাইফউদ্দিনের ভাষায়, 'এটা জীবনের অংশ, খেলতে গেলে ইনজুরির হবে। একটা লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। এটাই মানিয়ে নিয়ে চলছি। ইনশাআল্লাহ চেষ্টা করব যত তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামাই আমার মূল লক্ষ্য।'


আগামী ৩ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত সিরিজ শুরু করবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ দুটি টেস্ট খেলবে দুই দল। আসন্ন এই সিরিজেও সাইফউদ্দিনের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball