ক্যারিয়ার বাঁচাতে যেকোনো কিছু করতে হবেঃ সাইফউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের আগে থেকেই পিঠের চোটে ভুগছেন মোহাম্মদ সাইফদ্দিন। বাংলাদেশের এই অলরাউন্ডারের চোট দুই-এক ম্যাচ পর পরই মাথা চাড়া দিয়ে উঠছে। ইনজুরির কারণে তাঁর ক্যারিয়ার নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্যারিয়ার বাঁচানোর জন্য যেকোনো কিছু করতে রাজি আছেন সাইফউদ্দিন।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেই উদাহরণ হিসেবে নিচ্ছেন সাইফউদ্দিন। বাংলাদেশ দলপতি তাঁর দুই পায়ে আটটি ইনজুরি নিয়েও খেলা চালিয়ে যাচ্ছেন এখনও। সাইফউদ্দিন অবশ্য এখনই ছুরি-কাঁচির নিচে যেতে চাচ্ছেন না। তবে ইনজুরি থেকে সেরে উঠতে যেকোনো কিছু করতে রাজি আছেন তিনি।

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, 'ক্যারিয়ার বাঁচানোর জন্য যেকোনো কিছু করতে হবে। যদি মাশরাফি ভাইয়ের কথা বলেন অনেকগুলো সার্জারি নিয়ে খেলেছেন। মাত্র শুরু, এখনই করলে হয়তো আমার জন্য কিছুটা কঠিন হবে। কিন্তু সবকিছু করতে রাজি আছি। ক্রিকেট আমার রুটি-রোজগার, এটা আমার পেশা। এটার জন্য আমি সবকিছু করতে রাজি আছি।'
সাইফউদ্দিনের এই চোটের যথাযথ চিকিৎসা এখনও হয়নি। তবে এই অলরাউন্ডারের চোট নিয়ে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডানহাতি এই পেস বোলারের একটি স্ক্যান রিপোর্ট ইতোমধ্যে ইংল্যান্ড পাঠানো হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য। এ ছাড়া মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁর আরেকটি স্ক্যান করানো হয়েছে। এই স্ক্যান রিপোর্টও দুই-এক দিনের মধ্যে ইংল্যান্ড পাঠানো হবে।
পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই পেসার চোটের কারণে এখন অনুশীলনও করতে পারছেন না। সতর্কতার জন্য তাঁর অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে আলোচনা করেই এখন পুরোপুরি বিশ্রামে আছেন বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার।