promotional_ad

দ্য হান্ড্রেডে নাম লেখালেন তাসকিন-ইমরুল

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের নতুন ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফটের জন্য ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন এই একশ বলের টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করেছেন ২৪০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে রয়েছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার।


আগেই টুর্নামেন্টে নাম লেখান সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। এ ছাড়া নতুন করে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।



promotional_ad

প্লেয়ার ড্রাফটের জন্য সাকিব-তামিমের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। এই মূল্য তালিকায় রয়েছেন আরও ১৭জন ক্রিকেটার। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্য বাঁহাতি পেসার মুস্তাফিজের।


লিটন, মুশফিক এবং ইমরুলের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড। মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মিঠুন, তাসকিন এবং রনির কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি।


সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ডে রাখা হয়েছে ৬ জন ক্রিকেটারকে। তাঁরা হলেন ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা এবং মিচেল স্টার্ক।



আগামী ২০ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরপর ২০২০ সালের জুলাইয়ে শুরু হবে ইসিবির নতুন ফরম্যাটের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড, যেখানে প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বলের।


বাংলাদেশি ক্রিকেটারদের তালিকাঃ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফউদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball