promotional_ad

যুক্তরাষ্ট্রের ওয়ালশকে স্কোয়াডে নিল ওয়েস্ট ইন্ডিজ

ছবিঃ সিপিএল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুক্তরাষ্ট্রের ভার্জির অ্যাইল্যান্ডসে জন্ম নেয়া হেইডেন ওয়ালশ জন্মভূমির হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন চলতি বছরের মার্চে। এই লেগ স্পিনার দলটির হয়ে খেলেছেন একটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে এবার ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই বিস্ময় স্পিনার।


বাবা-মা অ্যান্টিগান হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ওয়ালশ। সেই সূত্রেই এবারের সিপিএলে আসরে বার্বাডস ট্রাইডেন্টসের হয়ে খেলার সুযোগ পান তিনি। দলটির হয়ে ৯ ম্যাচ খেলে ১২.৬৮ গড়ে ২২ উইকেট শিকার করেছেন ওয়ালশ। তাঁর এই পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছে বার্বাডোস ট্রাইডেন্টস।


এমন দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। এখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়েই খেলবেন তিনি। তাকে নিয়েই মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি বছরের নভেম্বরে ভারতের দেরাদুনে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।



promotional_ad

ওয়ালশের সঙ্গে সিপিএলে দুর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের তরুণ ওপেনার ব্রেন্ডন কিং। ১২ ইনিংসে দেড়শর কাছাকাছি স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৯৬ রান। তাঁর অসাধারণ পারফরম্যান্সেই দলটি ফাইনালে জায়গা করে নিয়েছিল। শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল নয়, এদিন আফগানদের বিপক্ষে টেস্ট দলও ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।


ওয়ানডে এবং টি-টোয়েন্টি নেতৃত্ব ভার কাইরন পোলার্ডের কাঁধে থাকলেও ক্যারিবীয়দের টেস্টে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার। সিপিএলে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের দল থেকেই ছিটকে গেছেন সুনিল নারিন। ওয়ানডে দলে ???াক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রোমারিও শেফার্ড।


আগামী ৫, ৭ ও ৯ নভেম্বর দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৬ ও ১৮ নভেম্বর। ২৭ নভেম্বর একমাত্র টেস্টে আফগানদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা।


ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শেই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোমেল ওয়ারিক্যান, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শামার ব্রুকস, সুনিল আমব্রিস, আলজারি জোসেফ, কিমো পল।  



ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), শেই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, সুনিল আমব্রিস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, হেইডেন ওয়ালশ জুনিয়র, ক্যারি পিয়ের, শেলডন কটরেল, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ।


ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, ব্রেন্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালেন, জেসন হোল্ডার, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স, ক্যারি পিয়ের, শেলডন কটরেল, দিনেশ রামদিন, কেসরিক উইলিয়ামস, আলজারি জোসেফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball