অনূর্ধ্ব-১৯ নারী দল গড়া কঠিন চ্যালেঞ্জঃ পাপন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। তবে মজার ব্যাপার হচ্ছে, স্বাগতিক বাংলাদেশেরই কোনো নারী অনূর্ধ্ব-১৯ দল নেই! তাই আগামী এক বছরের মধ্যে নারীদের এই দল তৈরি করে বিশ্বকাপে অংশ নেয়া খুব কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২০২১ সালে প্রথমবারের মতো নারীদের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। সোমবার (১৪ অক্টোবর) দুবাইতে আইসিসির বোর্ড সভায় ২০২১ অনূর্ধ্ব-১৯ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দুই বছর পর পর অনুষ্ঠিত হবে এই মেয়েদের ক্রিকেটযজ্ঞ।

বিশ্বকাপ আয়োজনের সুযোগ মিললেও দল নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। এ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমি মনে করি যে ভালো সুযোগ এসেছে, এটা অনেক কঠিনও। কারণ আমাদের কোনো অনূর্ধ্ব-১৯ দলই নেই। এই এক বছরের মধ্যে একটি দল করে তাদেরকে অনুশীলন করিয়ে বিশ্বকাপ খেলা অনেক কঠিন, এরপরও আমরা চেষ্টা করব যেন আমরা একটি ভালো দল গড়তে পারি।’
প্রথমে আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল আইসিসি। কারণ বাংলাদেশসহ অনেক দেশেরই অনূর্ধ্ব-১৯ নারী দল নেই। তবে বিসিবির অনুরোধে টুর্নামেন্টটিতে ১০টি দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিসিবি সভাপতির ভাষ্যমতে, ‘নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যেটা প্রথম হতে যাচ্ছে ২০২১ সালে। প্রথমে এটা আটটি দলকে নিয়ে করার পরিকল্পনা ছিল। অনূর্ধ্ব-১৯ বলতে আমাদের কোনো (নারী) দল নেই। এটা আমরা করেছি যে দশ দলের বিশ্বকাপ হবে, বাংলাদেশ এখানে খেলবে। বিশ্বকাপটা বাংলাদেশেই হবে, ২০২১ সালে।’