আগে নিরাপত্তা, এরপর পাকিস্তান সফর
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ব্যবস্থা দেখতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের একটি নিরপত্তা পর্যবেক্ষক দল। তাদের সবুজ সঙ্কেতের ওপরই নির্ভর করবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের পাকিস্তান সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার (১৫ অক্টোবর) জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আগামী বছর জানুয়ারির শেষ দিকে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্ট ও সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পেলেই সফরটি চূড়ান্ত করবে বিসিবি। এ ছাড়া পর্যবেক্ষক দলের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ জাতীয় নারী দল ও পুরুষ অনূর্ধ্ব-১৭ দলের পাকিস্তান সফরও।

বিসিবি সভাপতি বলেছেন, ‘রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব। পুরোটা আমাদের হাতে নেই। নিরাপত্তা হলো আমাদের কাছে সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। সেটা যদি ঠিক না থাকে তাহলে কোনো লাভ হবে না।’
২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে খেলেনি বাংলাদেশ। সামনের বছরের এই সফরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শক্ত অবস্থানে রয়েছে বিসিবি। কদিন আগে পাকিস্তানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে শ্রীলঙ্কা। যদিও অন্য দলগুলো পাকিস্তানের নিরাপত্তায় এখনও আশ্বস্ত হতে পারেনি। অন্য দলগুলোর মতো পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবিও। এ কারণেই নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি।
নিরাপত্তা দলের পাকিস্তানে যাওয়া নিয়ে নাজমুল হাসান বলেন, ‘পাকিস্তান সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। আমাদের একটি পর্যবেক্ষক দল যাবে। পর্যবেক্ষক দলের দেয়া রিপোর্টের উপর সবকিছু নির্ভর করছে। নিরাপত্তা দল যাচ্ছে, আমরা যতটা শুনেছি যে একটু দেরি করতে হচ্ছে। কারণ ওরা একটি চিঠি দিয়েছে যে ১৭ তারিখে দল যাবে।’