promotional_ad

ভারতের আপত্তি থামাতে পারেনি আইসিসিকে

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৩ সালের পর থেকে নতুন সাইকেল শুরু করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই সাইকেল চলবে ২০৩১ পর্যন্ত। এই আট বছর ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরও দুটি টুর্নামেন্ট (নারী-পুরুষ) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 



promotional_ad

আইসিসির লক্ষ্য, প্রতি বছরই একটি টুর্নামেন্ট আয়োজন করা। এতে টুর্নামেন্টগুলোর ধারাবাহিকতা থাকবে বলে মনে করে আইসিসি। তবে আইসিসির এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও ভারতের ইচ্ছা-অনিচ্ছার ব্যাপারটি কানে তোলেনি আইসিসি। আবুধাবিতে আইসিসির সভায় নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর জানিয়েছে, নতুন যে দুটি টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে আইসিসি, সেটি ওয়ানডে ফরম্যাটে হতে চলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিরই সংক্ষিপ্ত একটি সংস্করণ হতে পারে এটি। যেখানে অংশ নেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল।

এ প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলছেন, ‘আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছি। আমরা মনে করি, এভাবে প্রতিযোগিতার আয়োজন করতে পারলে ক্রীড়াসূচিতে ধারাবাহিকতা আনা যাবে। ভবিষ্যতেও ক্রিকেট উপকৃত হবে।’
 
সভা শেষে আইসিসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আট বছরের সাইকেলে ২০২৩ সাল থেকে মোট আটটি পুরুষ এবং আটটি নারী ইভেন্টের আয়োজন করা হবে। একই সঙ্গে চারটি করে অনুর্ধ্ব-১৯ পুরুষ ও নারী ইভেন্ট আয়োজন করা হবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball