স্পিনার নয়, নিজেকে অলরাউন্ডার ভাবেন বিপ্লব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
‘নিজেকে অলরাউন্ডার ভাবি’- দলে নিজের ভূমিকা নিশ্চিত করতে গিয়ে বলছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশ দলে লেগ স্পিনার হিসেবে ডাক পাওয়া বিপ্লব নিজেকে তৈরি করতে চান একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে। তাই বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই সমান মনযোগী ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবেই খেলতেন বিপ্লব। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩০.২৯ গড়ে রান করেছেন ৫১৫ তিনি। যেখানে তাঁর হাফ সেঞ্চুরি রয়েছে ৪টি। টুকটাক বোলিং করে দলকে সাহায্য করতেন মাঝে মধ্যে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৩ উইকেট, টি-টোয়েন্টিতে নিয়েছেন ২ উইকেট।
বাংলাদেশ দলে লেগ স্পিনারের অভাব পূরণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হঠাৎ-ই ডাকা হয় বিপ্লবকে। আন্তর্জাতিক অভিষেকটা রাঙিয়েও নেন তরুণ এই স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রান খরচায় নেন ২ উইকেট তুলে নেন বিপ্লব। ব্যাটিংয়ের সুযোগ পাননি সে ম্যাচে। তবে নিজেকে শুধু বোলার হিসেবে দেখেন না বিপ্লব।

ব্যাটে-বলে দুই বিভাগেই দলের জন্য অবদান রাখতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। নিজের এই সামর্থ্যকে কাজে লাগাতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জোর দিচ্ছেন বিপ্লব।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বিপ্লব বলেন, ‘নিজেকে অলরাউন্ডার ভাবি। যেহেতু আমি অলরাউন্ডার, এটা আমার জন্য ভালো সুযোগ। কোনো এক বিভাগে খারাপ হলে আরেকটা বিভাগ দিয়ে পুষিয়ে দেয়ার চেষ্টা থাকবে। এটাকে আমি ভালো দিক হিসেবেই নিচ্ছি। আর আমি ব্যাটিংকে গুরুত্ব সহকারে নিই। কারণ ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লাগে।’
লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বলে ব্যাটিংয়ে ছাড় দিতে নারাজ বিপ্লব। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান ডানহাতি এই অলরাউন্ডার।
বিপ্লব বলেন, ‘আমি দুটিকেই সমানভাবে দেখছি। আমি মনে করি যেহেতু বোলিংয়ে আমার সুযোগ হয়েছে নিজেকে প্রমাণ করার, আশা করছি ব্যাটিংয়েও সেই সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে যেখানেই সুযোগ পাই আগে পরে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
অভিষেক ম্যাচে লাইন লেংথে বোলিং করে প্রতিভার পরিচয় দিয়েছেন বিপ্লব। কিন্তু আঙুলের ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজ ছিটকে পড়েন তিনি। বেশ কিছুদিনের বিশ্রাম শেষে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তরুণ।
প্রথম রাউন্ডে খেলতে পারেননি ঢাকা মেট্রোর এই ক্রিকেটার। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন বিপ্লব।