promotional_ad

টি-টোয়েন্টি সিরিজেও মেয়েদের হার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত নারী 'এ' দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী 'এ' দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সফরকারীদের বিপক্ষে স্বল্প রানের ম্যাচে ৩০ রানে হারে শায়েলা শারমিনের দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শেষ ম্যাচ হেরে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিকরা।


আগে ব্যাটিং করে ২০ ওভারে বাংলাদেশ 'এ' দলের সামনে ১১২ রানের লক্ষ্য রাখে ভারত। এই রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৪ রানে তিন টপ অর্ডার ব্যাটসম্যান সানজিদা ইসলাম, মুরশিদা খাতুন, ফারজানা ইসলামকে হারায় বাংলাদেশ।


হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন রিতা মনি, অধিনায়ক শায়েলা শারমিনও। নুজহাত টুম্পা এবং ফাহিমা খাতুন ৩০ রানের জুটি গড়েন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে বাংলাদেশ।


নুজহাত সর্বোচ্চ ১৫ রান করেন, এ ছাড়া ফাহিমা সংগ্রহ করেন ১৩ রান। ভারতের হয়ে সর্বোচ্??? ৩ উইকেট নিয়েছেন টিপি কানোয়ার। দুটি উইকেট নিয়েছেন এস মেঘানা। 



promotional_ad

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দারুণ বোলিংয়ে ভারতকে চেপেও রেখেছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বল্প লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।


২০ ওভার ব্যাটিং করে মাত্র ১১১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তেজাল হাসাবনিস। এ ছাড়া দেবিকা ১৯, তনুশ্রী সরকার ১৫ রান করেন।


বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন লেগ স্পিনার খাদিজাতুল কুবরা। চার ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। এ ছাড়া ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান খরচায় ২ উইকেট নেন মুমতাহেনা হাসনাত।


এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত নারী 'এ' দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের নারী 'এ' দল।


সংক্ষিপ্ত স্কোরঃ 



ভারত নারী 'এ' দলঃ ২০ ওভারে ১১১/৭ (তেজাল ২৮*, দেবিকা ১৯; খাদিজা ৩/১২, মুমতাহেনা ২/১৫)।


বাংলাদেশ নারী 'এ' দলঃ ২০ ওভারে ৮১/৯ (নুজহাত ১৫, ফাহিম ১৩; কানোয়ার ৩/৮, মেঘানা ২/২)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball